আমাদের আজকের আয়োজন সহবাসে মজা না পাওয়ার কারণ ও সমাধান সম্পর্কে। অনেক ছেলে মেয়েরা সহবাসে মজা পায় না৷ ফলে দিনে দিনে সহবাসের প্রতি আগ্রহ কমে যায়। এজন্য অনেক পার্টনার চিন্তায় পড়য়ে যায়। সহবাসে মজা না পাওয়ার অনেক কারণ রয়েছে। চলুন জেনে নেয়া যাক, সহবাসে মজা না পাওয়ার কারণ :-
সহবাসে মজা না পাওয়ার কারণ
উত্তেজনার অভাব
অনেক পুরুষ তার স্ত্রীকে ঠিকটাক উত্তেজিত না করেই সহবাস করা শুরু করে দেয়। এতে মেয়েরা সহবাসে মজা পায় না। ছেলেদের উত্তেজনা খুব দ্রুত হলেও মেয়েদের উত্তেজিত হতে কিছুটা সময় লাগে। যেসব ছেলেরা তাদের পার্টনারকে ঠিক মতো উত্তেজিত করতে পারে না।তারা সহবাসের প্রকৃত সুখ পায় না।
ফোর প্লের অভাব
অনেক ছেলেরা সহবাসের সময় ফোর প্লে করে না। সহবাসের পূর্বে ফোর প্লে করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফোর প্লে না করলে মেয়েরা সহবাসের প্রতি আগ্রহী হয় না। ফোর প্লে অভাবেও সহবাসে মজা পাওয়া যায় না।

দ্রুত বীর্যপাত
সহবাসে মজা না পাওয়ার কারণ গুলোর মধ্যে অন্যতম হলো দ্রুত বীর্যপাত। অনেক ছেলেরা সহবাসে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়। এতে তার পার্টনার সন্তুষ্ট হয় না। মেয়েদের সহবাসে তৃপ্তি আসতে বেশ কিছু সময় লাগে। আমাদের দেশের ছেলেরা গড়ে ৫-৬ সহবাস করতে পারে। তাই যারা সহবাসে খুব কম সময় পায় তারা সহবাসে সন্তুষ্ট হয় না।
যোনি লোজ
যোনি লুজ হলে সহবাসে কিছুটা অসন্তুষ্টি দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের যোনি লোজ হতে থাকে এতে সহবাসের মজাটাও কমে যেতে পারে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। আবার সন্তান প্রসবের পরও মেয়েদের যোনি কিছুটা লোজ হয়ে যায়। কিছুদিন পর আপনা আপনি ঠিক হয়ে যায়। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।
আরও বেশ কিছু সহবাসে মজা না পাওয়ার কারণ রয়েছে। চলুন এক পলকে দেখে নেয়া যাক:-
- মানসিক চাপের কারনে সহবাসে মজা পাওয়া যায় না। মানসিক চাপ সহবাসের প্রতি আগ্রহ কমিয়ে দেয়।
- ঝগড়া বা পারিবারিক অশান্তির কারণে অনেকে সহবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মনে শান্তি না থাকলে সহবাসে মজা পাওয়া যায় না।
- কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য অনেকে সহবাসে মজা পায় না। জন্মনিয়ন্ত্রণ পিল,অ্যান্টিহাইপারটেনসিভ ঔষধ ইত্যাদি অন্যতম।
- পর্ন ছবি বা ভিডিও দেখে অনেকের রুচির পরিবর্তন হয়। ফলে তাদের স্বাভাবিক যৌন ক্রিয়া পছন্দ হয় না। এতে সহবাসের আনন্দ কমে যায়। এতে পার্টনার অনেক বিরক্ত বোধও করতে পারে।
- অ্যালকোহল বা মাদক সেবনেও সহবাসের প্রতি ইচ্ছে কমে যায়। যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে তাদের মধ্যে অনেকেই যৌনহীনতায় ভোগে। সিগারেটের নিকোটিন সহবাসের উত্তেজনা কমিয়ে দেয়।
- হরমোনের পরিবর্তন ফলেও সহবাসের প্রতি অনীহা আসতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের পর বা আগে এবং গর্ভবতী অবস্থায় এমনটা হতে পারে। এমনটা হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

আরও পড়ুন:- বউকে আদর করার নিয়ম
সমাধান
- সহবাসের শুরুতে প্রচুর পরিমানে ফোর প্লে করতে হবে। পার্টনাকে পরিপূর্ণ উত্তেজিত করেই সহবাস শুরু করতে হবে।
- সহবাসে দ্রুত বীর্যপাত এড়িয়ে চলতে হবে। কারণ মেয়েদের অর্গাজম হতে কিছুটা সময় লাগে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
- অনেকে মনে করে যোনি লোজ হলে সহবাসে মজা পাওয়া যায় না। কথাটা একদম সত্যি না। বয়স বাড়ার সাথে সাথে মেয়ের যোনি লোজ হতে থাকে।
- সহবাসের পূর্বে মানসিক চাপ কমিয়ে নিন।মানসিক চাপে থাকলে সহবাসে মজা পাওয়া যায় না। সহবাসের পূর্বে পার্টনারের সাথে খোলামেলা কথা বলে নিন।
- কোনো ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এমন হলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ নিন। পর্নগ্রাফি দেখার অভ্যাস থাকলে তা পরিহার করুন। পর্নগ্রাফি মানুষের রুচি নষ্ট করে। এতে মানুষের সহবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।
- অ্যালকোহল বা মাদক সেবন বন্ধ করুন। এসব মানুষের জন্য নীরব ঘাতক।
- এতেও যদি সহবাসের প্রতি আগ্রহ না বাড়ে বা সহবাসে মজা না পান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:- স্ত্রীকে দ্রুত তৃপ্তির ৬টি উপায়
আমাদের আজকের আয়োজন ছিলো সহবাসে মজা না পাওয়ার কারণ ও সমাধান সম্পর্কে। সহবাসে মজা না পাওয়ার কারণ রয়েছে অনেক। কারণ গুলো সঠিক ভাবে নির্বাচন করে সমাধানের চেষ্টা করুন। নয় তো ভবিষ্যতে অনেক সমস্যার মুখে পড়তে হবে। আপনার পার্টনারের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হোন।
ponamas।পোনামাছ। সহবাসে মজা না পাওয়ার কারণ ।
ছবি সংগ্রহীত।