আমাদের আজকের আয়োজন লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে। লুব্রিকেন্ট একধরনের জৈবিক জেল যা মিউকাস মেমব্রেনকে পিচ্চিল করতে সাহায্য করে। অনেক মেয়েদের চরম উত্তেজনা মূহুর্তে যৌনিপথ প্রয়োজন মতো পিচ্চিল হয় না। ফলে সহবাসের সময় ব্যথা অনুভব হয়। লুব্রিকেন্ট জেল ব্যবহারে সহবাস আরও আরামদায়ক ও সুখময় হয়ে উঠে। লুব্রিকেন্ট যোনির ঘর্ষণ কমিয়ে দেয়। ফলে চরম উত্তেজনা অনুভব হয়। তবে লুব্রিকেন্ট জেল ব্যবহারের সঠিক নিয়ম জানা খুবই জরুরী। চলুন জেনে নেয়া যাক, লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম :-
লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম
- লুব্রিকেন্ট জেল ব্যবহারের পূর্বে ভালোভাবে হাত পরিষ্কার করে নিন।
- এবার পরিমাণ মতো লুব্রিকেন্ট নিয়ে পুরুষাঙ্গে ভালোভাবে লাগিয়ে নিন।
- কনডম বা সরাসরি লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। প্রয়োজন মতো জলভিত্তিক বা সিলিকন ভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করুন।
- সহবাস শেষে ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিষ্কারের জন্য সাবান ব্যবহার করতে পারেন।
লুব্রিকেন্ট জেল ব্যবহারের উপকারিতা
- যোনি পথের শুষ্কতা দূর করে সহবাসকে আরামদায়ক করে তুলে।
- সহবাসের সময় যোনি পথের আঘাত পাওয়া থেকে রক্ষা করে।
- যোনির সংবেদনশীলতা বাড়িয়ে তুলে। ফলে সহবাসের প্রতি মেয়েরা আরও আগ্রহী হয়ে উঠে।
- লুব্রিকেন্ট জেল ব্যবহার যেমন নিরাপদ তেমনি বেশ আরামদায়ক।

আরও পড়ুন:- পুরুষাঙ্গে নারিকেল তেল ব্যবহারের নিয়ম
সতর্কতা
- লুব্রিকেন্ট জেল ব্যবহারের পূর্বে অ্যালার্জি পরিক্ষা করে নিন।
- লুব্রিকেন্ট জেলের মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নিন।
- লুব্রিকেন্ট জেল ব্যবহারে অস্বস্তিবোধ করলে ব্যবহার বন্ধ করুন।
- কোনো সমস্যা দেখা দিলে একজন ডাক্তারের পরামর্শ নিন।
আরও পড়ুন:- লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া
আমাদের আজকের আয়োজন ছিলো লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম সম্পর্কে। লুব্রিকেন্ট জেল ব্যবহার নিরাপদ ও আরামদায়ক। সহবাসের সময় যোনির ঘর্ষণ কমিয়ে সহবাসকে আরও আরামদায়ক করে তুলে। বাজার থেকে অবশ্যই ভালো মানের লুব্রিকেন্ট জেল সংগ্রহ করতে হবে।
ponamas। পোনামাছ। লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম।
ছবি সংগ্রহীত।