আমাদের আজকের আয়োজন লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। লুব্রিকেন্ট জেল যৌন সম্পর্ককে আরামদায়ক ও নিরাপদ করে তুলে। যেসব মেয়েদের সহবাসের সময় চরম উত্তেজনা মূহুর্তেও যৌনরস বের হয় না, তারা লুব্রিকেন্ট জেল ব্যবহার করে। কিন্তু কিছু লুব্রিকেন্ট জেল ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই লুব্রিকেন্ট জেল ব্যবহারের আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা থাকা জরুরী। চলুন জেনে নেয়া যাক, লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া :-
লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া
- কিছু লুব্রিকেন্ট জেল ব্যবহারে গোপনাঙ্গ লাল বা জ্বালা অনুভব হতে পারে।
- কারো কারো ক্ষেত্রে লুব্রিকেন্ট জেল ব্যবহারে যৌনাঙ্গে অ্যালার্জি দেখা দিতে পারে। ফলে চুলকানি, ফোসকার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
- পরিমানের বেশি লুব্রিকেন্ট জেল ব্যবহার করলে সহবাসে অস্বস্তি ভাব ও দুর্গন্ধ দেখা দিতে পারে।
- কিছু কিছু লুব্রিকেন্ট ব্যবহারে কনডমের কার্যকারিতা কমে কনডম ফেটে যেতে পারে।
- ভালো মানের কনডম ব্যবহার না করলে বিভিন্ন রোগের সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন:- লুব্রিকেন্ট জেল ব্যবহারের নিয়ম
পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর উপায়
- ভালো ব্রেন্ডের অনুমোদিত লুব্রিকেন্ট ক্রয় করুন।
- সরাসরি ব্যবহারের পূর্বে অ্যালার্জি পরিক্ষা করে নিন।
- ব্যবহারের পর সাবধানে লুব্রিকেন্ট সংগ্রহ করুন।
- অস্বাভাবিক কোনো সমস্যা দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
আমাদের আজকের আয়োজন ছিলো লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। সহবাসের সময় লুব্রিকেন্ট জেল ব্যবহারের সুবিধা থাকলে এর কিছু অসুবিধাও রয়েছে। তবে একেক জনের ক্ষেত্রে একেক রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। বাজার থেকে লুব্রিকেন্ট জেল ক্রয় করার আগে ভালো মানের ও ব্রেন্ড দেখে নিন। কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন।
ponamas।পোনামাছ। লুব্রিকেন্ট জেল এর পার্শ্বপ্রতিক্রিয়া।
ছবি সংগ্রহীত।