লুচ্চা ছেলে চেনার উপায়

আমাদের আজকের আয়োজন লুচ্চা ছেলে চেনার উপায় সম্পর্কে। আজ কাল ছেলেদের বিশ্বাস নেই। এরা অল্পতেই প্রেমে জড়ায় আবার অল্পতেই শেষ। লুচ্চা ছেলেরা মেয়েদের পিছে পিছে গুড়ে আর মেয়েদের সর্বনাশ করে। এমন ছেলে থেকে মেয়েরা সাবধান। অনেক মেয়েরা লুচ্চা ছেলে চেনার উপায় সম্পর্কে জানতে চায়। এমন ছেলেদের চেনার কিছু উপায় রয়েছে। যা জানলে সহজেই লুচ্চা ছেলেদের চিনতে পারবেন। চলুন জেনে নেয়া যাক, লুচ্চা ছেলে চেনার উপায় :-

আরও পড়ুন:- বেইমান মানুষ চেনার উপায়

লুচ্চা ছেলে চেনার উপায়

  • লুচ্চা ছেলেরা মেয়েদের অনেক প্রশংসা করে থাকে। মেয়ে দেখলেই কথা বলা শুরু করে দেয়। মিষ্টি কথা দিয়ে সবাইকে মুগ্ধ করতে চায়। মেয়েদের বাড়তি প্রশংসা করে প্রেমের ফাঁদে ফেলতে চায়।
  • এসব ছেলেরা মেয়েদের সাথে বন্ধুত্ব করতে চায়। বন্ধুত্ব করে এরা আপনাকে আরও অনেক কাছে আনতে চাইবে। যে ভাবেই হোক মেয়েদের সাথে একটা সম্পর্ক করতে চায়।
  • লুচ্চা ছেলেরা মেয়েদের সাথে শারীরিক বিষয়ে কথা বলতে চায়। কথা বলার ফাঁকে ফাঁকে গোপনীয় কথা বলার চেষ্টা করে। এসব ছেলেরা গোপন কথা বলে মেয়েদের সাথে শুধু মজা করতে চায়।
  • এসব ছেলেরা সম্পর্কের মূল্য দিতে পারে না। এদের কাছে সম্পর্কের কোনো দাম নেই। এরা শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে।
  • লুচ্চা ছেলেরা কথা দিয়ে কখনো কথা রাখতে পাটে না। এরা শুধু সময়কে সুন্দর করতে কথা দিয়ে থাকে। নিজের স্বার্থ হাসিল করতে এরা সব করতে পারে।
  • লুচ্চা ছেলেরা মেয়েদের পোশাক শরীরের, গঠন, সৌন্দর্য ইত্যাদি নিয়ে সারাক্ষণ প্রশংসা করে। সারাক্ষণ কারো প্রশংসা করা কিন্ত ভালো কোনো লক্ষণ নয়। অবশ্যই তার কোনো বাজে মতলব আছে।
  • লুচ্চা ছেলেদের অনেক মেয়ে বন্ধু থাকে। এরা কাপড় পাল্টানোর মতো বন্ধু পাল্টায়। মেয়ে দেখলেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন:- খারাপ ছেলে চেনার উপায়

আমাদের আজকের আয়োজন ছিলো লুচ্চা ছেলে চেনার উপায় সম্পর্কে। লুচ্চা ছেলেদের পাল্লায় পড়লে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যায়। এরা মেয়েদের সাথে সম্পর্ক করে শুধু তাদের ব্যবহার করতে। তাই চলার পথে এমন লুচ্চা ছেলে দেখলে, তাদের থেকে দূরে থাকুন। নয়তো জীবন ধ্বংস হয়ে যাবে।

ponamas।পোনামাছ। লুচ্চা ছেলে চেনার উপায়। লুচ্চা ছেলেদের বৈশিষ্ট্য।

ছবি সংগ্রহীত।

Leave a Comment