আমাদের আজকের আয়োজন মেয়েদের দুধে চুল থাকলে কি হয় এবং মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ সম্পর্কে। অনেক মেয়েদের স্তনে লোম বা চুল দেখা যায়। এটি স্বাভাবিক একটি ব্যাপার। তবে অনেক মেয়েরাই স্তনে লোম দেখে ভয় পেয়ে যায়। তাই অনেকে প্রশ্ন করে, মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ কি? এবং মেয়েদের দুধে চুল থাকলে কি হয়। শরীরে হরমোনের পরিবর্তনের ফলে এমনটা হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ ও কিছু ব্যাখ্যা :-
মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ
হরমোনাল পরিবর্তন
মেয়েদের শরীরে দুই ধরনের হরমোন দেখা যায়। ইস্টোজেন হরমোন এবং অ্যান্ডোজেন হরমোন। মূলত অ্যান্ডোজেন হরমোনের কারণে মেয়েদের স্তনে অতিরিক্ত লোম দেখা যায়। বিশেষ করে মেয়েদের পিরিয়ডের সময় শরীরে হরমোনের অনেক তারতম্য দেখা যায়। ইস্টোজেন হরমোনের পরিমান বেড়ে যায় বা কমে যায়। অতিরিক্ত এমন হরমোনের পরিবর্তন স্তনে লোম হওয়ার জন্য দায়ী। এছাড়া মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের শরীরে হরমোনের অনেক পরিবর্তন লক্ষ করা যায়। এসময়ও মেয়েদের স্তনে লোম দেখা যায়।
বংশগত
আমরা আমাদের মা বাবার থেকে বংশগত ভাবে অনেক অনেক কিছু পেয়ে থাকি। যাদের বংশের মেয়েদের স্তনে লোম দেখা যায় তাদের শরীরেও জেনেটিক ভাবে লোম দেখা যায়। সাধারণ ভাবে এটা কোনো সমস্যা না। স্বাভাবিক ভাবে নেওয়া টাই ভালো।
অনিয়ন্ত্রিত ওজন
অতিরিক্ত ওজনের ফলেও হরমোনের পরিবর্তন দেখা যায়। অনেক মেয়েদের দেখা যায় মাত্রা অতিরিক্ত ওজন ওঠা নামা করে। তাদের ক্ষেত্রে সমস্যা টা দেখা যায়। বয়স অনুযায়ী ওজন ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ঔষধের প্রভাব
অনেক ঔষধের প্রভাবেও স্তনে লোম গজাতে পারে। দীর্ঘ দিন এসব ঔষধ সেবনের ফলে শরীরের হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। স্তন ছাড়াও অন্য জায়গায় লোম দেখা যায়।
মানসিক চাপ
অতিরিক্ত মানসিক চাপের জন্যও হরমোনাল পরিবর্তন দেখা যায়। মাসিক চাপ শরীরের কোর্টিসোল হরমোন বেড়ে যায়। এজন্য স্তনের লোম বেড়ে যায়।
মেয়েদের স্তনে চুল থাকলে কি হয়
মেয়েদের স্তনে হালকা চুল থাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অনেক মেয়েদের স্তনেই এমন লোম দেখা যায়। এটি সাধারণত হরমোন পরিবর্তনের ফলে হয়ে থাকে। তবে স্তনে যদি অনেক বেশি লোম হয় তাহলে নানান সমস্যা দেখা যেতে পারে। অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
আরও পড়ুন:- পারফেক্ট ব্রেস্ট সাইজ কত
মেয়েদের দুধে চুল হয় কেন
মেয়েদের স্তনে চুল হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রেই হরমোনাল পরিবর্তন। গর্ভাবস্থা, পিরিয়ড, জেনেটিক কারণ, পলিসিস্টিক ওভারি ইত্যাদি কারণে স্তনে লোম হতে পারে।
কখন ডাক্তার দেখাবেন
স্তনে লোম হওয়ার পাশাপাশি যদি কিছু লক্ষণ প্রকাশ পায় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। লক্ষণ গুলো হলো:-
- পিরিয়ডে অস্বাভাবিকতা দেখলে। অনিয়মিত পিরামিড দেখা গেলে।
- স্তনের পাশাপাশি মুখে ও অন্যান্য স্থানে অবঞ্চিত লোম দেখা গেলে।

সমাধান
- শেভিং করতে পারেন। তবে শেভিংয়ের ব্যাপারে তো জানেনই কিছুদিন পর পরই এমন করতে হবে।
- লোম দূর করতে বাজার থেকে ক্রিম কিনে ব্যবহার করতে পারেন। যে কোমো ক্রমি ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করাই ভালো।
- অনেকে লেজার ব্যবহার করে। তবে এমনটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আরও পড়ুন:- দুধ ম্যাসাজ করার পদ্ধতি
আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের দুধে চুল থাকলে কি হয় এবং মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ সম্পর্কে। অল্প লোম হওয়াটা কোনো সমস্যায়ই না। তবে অতিরিক্ত লোম হলে আর সমস্যা করলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ponamas। পোনামাছ। মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ। মেয়েদের দুধে চুল থাকলে কি হয়। মেয়েদের দুধে পশম থাকলে কি হয়। মেয়েদের দুধে চুল হয় কেন।
ছবি সংগ্রহীত।