মেয়েদের যোনির গভীরতা কত হয়

আমাদের আজকের আয়োজন মেয়েদের যোনির গভীরতা কত হয় সেই সম্পর্কে। নারীদের ভ্যাজাইনা বা যোনি হলো প্রজনন তন্ত্রের গুরুত্বপূর্ন অঙ্গ। মেয়েদের যোনি নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ। অনেক মানুষ অনেক ধরনের প্রশ্ন করে থাকে। অনেকে জিজ্ঞেস করে মেয়েদের যোনির গভীরতা কত হয় বা যোনির গভীরতা কত ইঞ্চি? এই সব প্রশ্ন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করে থাকে। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের যোনির গভীরতা কত হয় :-

মেয়েদের যোনির গভীরতা কত হয়

বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে, মেয়েদের যোনির গভীরতা ৩-৬ ইঞ্চি বা ৭-১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সব প্রাপ্ত বয়ষ্ক নারীদের ক্ষেত্রে এটা গড় মাপ। তাই কারো কারো ক্ষেত্রে এই মাপ কম বা বেশিও হতে পারে।

মেয়েদের যোনির গভীরতা কত হয়
মেয়েদের যোনির গভীরতা কত হয়

সব মেয়েদের যোনির গভীরতা একরকম হয় না। বিভিন্ন বয়সের মেয়েদের যোনির গভীরা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এছাড়া ওজন, উচ্চতা কর্মক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে মেয়েদের যোনির গভীরতা। তাই প্রত্যেক মেয়েদের যোনির গঠন একরকম হয় না। পুরুষের পুরুষাঙ্গ যেমন একেক জনের একেক রকম। কারোটা ছোট বা কারোটা মাঝারি আাবার কারোটা অনেক বড়। মেয়েদেরও ঠিক তেমনি একেক জনের যোনির গভীরতা একেক রকম হয়। যোনির গভীরা ছোট বা বড় হওয়া স্বাভাবিক একটা ব্যাপার এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

মেয়েদের যোনির গভীরতা সবসময় এক রকম থাকে না।বিভিন্ন সময় মেয়েদের যোনি বড় হতে পারে। যেমন যৌন উত্তেজনা সময় মেয়েদের যোনি স্বাভাবিকের চেয়ে প্রসারিত হয়।

যোনির গভীরতা কত ইঞ্চি
যোনির গভীরতা কত ইঞ্চি

আরও পড়ুন:- যোনিতে মধু দিলে কি হয়

  • যৌন উত্তেজনা: মেয়েদের যৌন উত্তেজনার সময় যোনির গভীরতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে। যৌন উত্তেজনার সময় মেয়েদের যোনির গভীরতা ১০-১৭সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এসময় যোনির পেশি গুলো শিথিল হয়, ফলে যোনির দৈর্ঘ প্রস্থ বেড়ে যায়। সহবাসের সময় উত্তেজনায় মেয়েদের জরায়ু কিছুটা উপরের দিকে চলে যায়। এর ফলে যোনির গভীরতা বড় হয়ে যায়। যৌন মিলনকে আরামদায়ক ও তৃপ্তি পেতে মেয়েদের যোনির গভীরতা দুই- তৃতীয়াংশ পর্যন্ত বৃদ্ধি পায়।
  • সন্তান জন্মদান: সন্তান প্রসবের সময় মেয়েদের যোনি উল্লেখযোগ্য ভাবে বড় হয়ে থাকে। এসময় মেয়েদের যোনি কিছুটা বড় থাকে। যদিও কিছু সময় পর ধীরে ধীরে ছোট হতে থাকে, তবুও আগের থেকে কিছুটা ছোট-ই থাকে।
  • বয়স ভেদে: বিয়ের আগে মেয়েদের যোনির গভীরতা তুলনা মূলক কম থাকে। কিন্তু বিয়ের পর সহবাসে লিপ্ত হলে ধীরে ধীরে মেয়েদের যোনি বড় হতে থাকে। তাই অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েদের যোনির গভীরতা কিছুটা বড় হয়ে থাকে।
  • হরমোনের প্রভাব: হরমোনের প্রভাবেও মেয়েদের যোনির গভীরতা বৃদ্ধি পেয়ে থাকে। বিশেষ করে গর্ভাবস্থায় এবং মেয়েদের পিরিয়ডের সময় হরমনোর তারতম্য লক্ষ করা যায়। এসময় মেয়েদের যেমন উত্তেজনা লক্ষ করা যায় তেমনি যোনি গভীরতাও বেশি থাকে।
মহিলাদের যোনির গভীরতা কত
মহিলাদের যোনির গভীরতা কত

আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের যোনির গভীরতা কত হয় সেই সম্পর্কে। যোনির গবীরতা প্রত্যেকটা মেয়ের জন্য আলাদা হয়, এটাই স্বাভাবিক। যোনির গভীরতা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যোনি অত্যন্ত নমনীয় একটি অঙ্গ, যা প্রয়োজনে সংকোচিত ও প্রসারিত হতে পারে। যোনির গভীরতা যেমনই হোক না কেন, তা সহবাসের জন্য যথেষ্ট। মেয়েদের যোনির (vagina) গভীরতা ব্যক্তিভেদে ভিন্ন হয়। তবে আপনার যোনি নিয়ে যদি অসন্তুষ্ট থাকেন এবং সমস্যা মনে করেন, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

Ponamas।পোনামাছ। মেয়েদের যোনির গভীরতা কত হয়। মেয়েদের যোনির গভীরতা কতটুকু। মহিলাদের যোনির গভীরতা কত। যোনির গভীরতা কত ইঞ্চি?

ছবি সংগ্রহীত।

Leave a Comment