মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন

মেয়েদের যোনি পথ বা গোপন অঙ্গে দুর্গন্ধ হয়ে থাকে। যোনিতে সামান্য গন্ধ থাকা স্বাভাবিক ব্যাপার। যোনিতে দূর্গন্ধ হলে পার্টনারের কাছে বিব্রত অবস্থায় পড়তে হয়। তাই অনেকে জিজ্ঞেস করে মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন ? অনেক মেয়েরাই এই সমস্যায় ভোগে কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন ?

মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন

ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস

যোনি পথের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে যোনি পথে গন্ধ দেখা যায়। যোনি সংক্রমনের জন্য ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হয়ে থাকে। যোনি পথের ভালো ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে। যা যোনি পথে গন্ধ তৈরি করে। এমণটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব

আমাদের উচিত আমাদের গোপনাঙ্গ সময় মতো পরিষ্কার রাখা। ঠিকমতো যোনি পথ পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ও ঘামের জন্য যোনি পথে গন্ধ সৃষ্টি হয়।

যৌন মিলন

অনেক সময় যৌন মিলনের পর গন্ধ দেখা যায়। যৌন মিলনের সময় যোনি স্রাব, বীর্য ও ঘামের মিশ্রনে এমন হয়ে থাকে।এতে ভয় পাওয়ার কিছু নেই।

হরমোনের পরিবর্তন

মাসিক চক্র, গর্ভাবস্থা বা মেনোপজের সময় যোনির স্বাভাবিক গন্ধের পরিবর্তন হতে পারে। হরমোনের পরিবর্তনের জন্য এমনটা হয়ে থাকে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছু দিন পর এমনি ঠিক হয়ে যাবে।

মরা মাছের মতো গন্ধ

মাঝে মাঝে যোনি পথ থেকে মরা মাছের মতো গন্ধ বের হতে দেখা যায়। যা সাধারণত যোনি পথের সংক্রমণের ফলে হয়ে থাকে। গন্ধের পাশাপাশি যৌনাঙ্গে চুলকানি বা জ্বালা পোড়াও হতে পারে। এমনটা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্যানেটারি ন্যাপকিন

দীর্ঘ সময় ধরে স্যানেটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহারের ফলেও যৌনাঙ্গে গন্ধ দেখা যায়। ব্যাকটেরিয়া ও ঘামের জন্য এমনটা হয়ে থাকে।

আরও পড়ুন:- সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন

আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন । যোনিতে হালকা গন্ধ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে তীব্র গন্ধ চিন্তার বিষয়। অনেক দিন ধরে গন্ধ বের হলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে।

ponamas। পোনামাছ। মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন।

ছবি সংগ্রহীত।

Leave a Comment