আমাদের আজকের আয়োজন মেয়েদের দুধ কালো হয় কেন সেই সম্পর্কে। সাধারনত মেয়েদের স্তনের রঙ লাল, গোলাপি, সাদা ও কালো হয়ে থাকে। শুরুতে সাধারনত মেয়েদের স্তনের নিপল গোলাপি বা হালকা লাল রঙের হলেও পড়ে তা আস্তে আস্তে কালো হতে থাকে। তাই অনেক মেয়েরা প্রশ্ন করে থাকে মেয়েদের স্তন কালো হয় কেন? তাই আজ আমরা মেয়েদের দুধ কালো হওয়ার কিছু কারণ সম্পর্কে বলতে চলেছি। বেশ কিছু কারণে এমটা ঘটে থাকে। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের দুধ কালো হয় কেন :-
মেয়েদের দুধ কালো হয় কেন
- হরমোনাল পরিবর্তনের জন্য মেয়েদের স্তনের রঙ পাল্টে যায়। সাধারণত গর্ভাবস্থায় মেয়েদের শরীরে হরমোনের পরিবর্তন দেখা যায়। এসময় মেয়েদের স্তনের রঙ কালো বা চকলেট কালার হতে দেখা যায়।
- মেয়েদের শরীরে রঙের সাথেও এটি জড়িত। যেসব মেয়েদের গায়ের রঙ তুলনামূলক কালো তাদের স্তনের নিপলও কালো হয়ে থাকে। আবার যে সব মেয়েরা তাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন তাদের স্তন সহজে কালো হয় না।
- কিছু কিছু স্বাস্থগত সমস্যার কারণেও স্তনের নিপল কালো হতে পারে। অনেক মেয়েদের স্তনে ইনফেকশন হতে দেখা যায়। ইনফেকশন থেকেও এমনটা হতে দেখা যায়।
- পারিবারিক ভাবেও স্তনের নিপল কালো হতে পারে। বংশগত ভাবে যাদের পরিবারের মেয়েদের স্তনের নিপল কালো হয়, তাদের পরবর্তী মেয়েদেরও এমটা হতে পারে।
- মেয়েদের স্তনের নিপল কালো হওয়ার আর একটি কারণ হলো বয়স। বয়স বাড়ার সাথে সাথে স্তনের রঙ কালো হতে থাকে। মেয়েদের বয়স ৩৬-৩৯ বছর বয়সে তাদের স্তনের নিপল সাধারণত কালো হয়ে যা।
- নিয়মিত সন্তানকে দুধ দেওয়ার কারণেও স্তনের নিপল কালো হয়ে যেতে পারে। তবে অস্বাভাবিক কিছু লক্ষ করলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:- নিপল গোলাপি করার উপায়
আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের দুধ কালো হয় কেন সেই সম্পর্কে। পারিপার্শ্বিক অনেক কারণে মেয়েদের দুধ কালো হতে পারে। সঠিক কারণ নির্নয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
panamas। পোনামাছ। মেয়েদের দুধ কালো হয় কেন।
ছবি সংগ্রহীত।