আমাদের আজকের আয়োজন মিলনের সময় তেল ব্যবহার সম্পর্কে। অনেক মেয়েদের চরম উত্তেজনা মূহুর্তেও যোনি পথ যথেষ্ট পিচ্চিল হয় না। তাই তারা মিলনের সময় তেল ব্যবহার করে থাকে। এসব তেল প্রাকৃতিক প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। যা যোনি পথে মসৃণতা ও আরামদায়ক হিসেবে কাজ করে। তবে এসব তেল ব্যবহারের বেশ কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। চলুন জেনে নেয়া যাক, মিলনের সময় তেল ব্যবহার :-
মিলনের সময় তেল ব্যবহার
- যেসব মেয়েদের যোনিপথ মিলনের সময় শুষ্ক থাকে তাদের জন্য তেল খুবই উপকারি। সহবাসের সময় তেল ব্যবহারে যোনির শুষ্কতা কমিয়ে পিচ্ছিল ও মসৃণ করে তুলে। ফলে সহবাসের ব্যথা কমিয়ে সহবাসকে আরামদায়ক করে তুলে।
- তেল ব্যবহারে স্বাভাবিক সহবাসের চেয়ে বেশি আরাম পাওয়া যায়। যোনি পথের ক্ষত হওয়া থেকে বাঁচায়।
- তেল ব্যবহারে মেয়েদের ত্বককে আরও সংবেদনশীল করে ও উত্তেজিত করে। দীর্ঘসময় সহবাস করতে সাহায্য করে।
- এক পরিক্ষায় দেখা যায় যেসব নারী সহবাসের সময় ব্যথা পায়, তারা তেল ব্যবহারে অধিকাংশই উপকার পেয়েছে।
যেসব তেল ব্যবহার করতে পারবেন
নারিকেল তেল: নারিকেল তেল প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো কাজ করে। তাই নিরাপদেই এটি ব্যবহার করতে পারেন। অবশ্যই খাটি নারিকেল তেল হতে হবে।

অলিভ অয়েল: সম্ভব হলে সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার করুন। সহবাসের সময় তেল ব্যবহারে এটি অধিক কার্যকরী।
বাবাসু তেল: বাবাসু তেল মিলনের সময় ব্যবহারের জন্য নিরাপদ।
সতর্কতা
- সহবাসের সময় কনডম ব্যবহার করলে তেল ব্যবহার এড়িয়ে চলুন। কারণ তেল কনডমের কার্যকারিতা কমিয়ে দেয়। এতে দ্রুত কনডম ফেটে যায়। কনডমের সাথে ভালো লুব্রিকেন্ট ব্যবহার করুন।
- তেল ব্যবহারে অ্যালার্জি দেখা দিলে তা ব্যবহার করবেন না। যোনিতে তেল ব্যবহারের আগে সেই তেলের অ্যালার্জি পরিক্ষা করে দেখুন।
- অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। অতিরিক্ত তেল ব্যবহারে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।
আরও পড়ুন:- সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার
আমদের আজকের আয়োজন ছিলো মিলনের সময় তেল ব্যবহার সম্পর্কে। সহবাসের সময় তেল ব্যবহারে অনেক উপকারিতা থাকলেও সঠিক তেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো তেল ব্যবহারের পূর্বে অ্যালার্জি পরিক্ষা করে নিতে হবে। কোনো তেল ব্যবহারে সমস্যা দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
panamas। পোনামাছ। মিলনের সময় তেল ব্যবহার।
ছবি সংগ্রহীত।