ফ্রেঞ্চ কিস করার নিয়ম

আমাদের আজকের আয়োজন ফ্রেঞ্চ কিস করার নিয়ম সম্পর্কে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যখন একজন আরেকজনের ঠোঁট ও জিহ্বা নিয়ে গভীর চুম্বন করে তখন তাকে ফ্রেঞ্চ কস বলে। বিভিন্ন মুভি বা নাটকে আমরা এই ফ্রেঞ্চ কিস করতে দেখি। এই কিস করার সময় দুজনকেই কৌশলীভাবে জিহ্বার ব্যবহার করতে হয়। উত্তেজনা মূহুর্তে এই চুম্বন আমাদের আরও বেশি উত্তেজিত করতে সাহায্য করে।ফ্রেঞ্চ কিস কিভাবে করে তা অনেক মানুষই জানে না। তবে ফ্রেঞ্চ কিস করার নিয়ম জেনে তারপরই করতে হবে। নয়তো পুরো মজাটা পাওয়া যাবে না। চলুন জেনে নেয়া যাক, ফ্রেঞ্চ কিস করার নিয়ম:-

ফ্রেঞ্চ কিস কিচ করা পিক
ফ্রেঞ্চ কিস কিচ করা পিক

ফ্রেঞ্চ কিস করার নিয়ম

  • ফ্রেঞ্চ কিস করার পূর্বে আপনার সঙ্গীর সম্মতি আছে কিনা তা জানার চেষ্টা করুন। আপনার সঙ্গীর শারীরিক ভঙ্গি ও ইঙ্গিত দেখে বোঝার চেষ্ঠা করুন। সম্মতি ছাড়া চুমু খেতে গেলে হিতে বিপরীত হতে পারে। আপনার সঙ্গীর ঠোঁটে হালকা ভাবে ঠোঁট স্পর্শ করুন। এবার আলতো করে ঠোঁটের উপর চুমু দেওয়া শুরু করুন। শুরুতেই জিহ্বার ব্যবহার শুরু করা উচিত না।
  • ঠোঁটে চুমু খাওয়ার সময় মাথাটা একটু কাত করে রাখা উচিত। এতে চুমু খেতে সুবিধা হয়। সোজা সুজি চুমু খেতে গেলে নাকের জন্য সমস্যা হবে। তাই আপনি এবং আপনার সঙ্গী চুমু খাওয়ার সময় বিপরীত দিকে কাত করে রাখুন।
  • ফ্রেঞ্চ কিস করার সময় চোখ বন্ধ করে রাখলে, মূহুর্তটা আরও রোমান্টিক হয়ে উঠবে। একে অপরের প্রতি আরও বেশি মনোযোগ বেড়ে যায়।
  • এবার আপনার ঠোঁটে হালকে ভাবে খুলুন এবং আপনার সঙ্গীকেউ একই কাজ করতে বলুন।
  • আপনার ঠোঁট সঙ্গীর ঠোঁটের ভিতরে প্রবেশ করান। সঙ্গীর জিহ্বা বা ঠোঁটকে আলতো ভাবে স্পর্শ করার চেষ্টা করুন। এমনটা করার সময় কেনো মতেই তাড়াহুড়ো করতে যাবেন না।
  • দুজন সঙ্গী একসাথে জিহ্বা নিয়ে নিজেদের মতো খেলা করতে পারলে ফ্রেঞ্চ কিসে অনেক মজা পাওয়া যায়। তাই একজন আরেকজনের গতি বিধি অনুসরণ করার চেষ্টা করুন। সে যদি জিহ্বা নিয়ে খেলা করতে চায়, তাহলে তার সাথে সাড়া দিতে থাকুন।
  • সবসময় একভাবে কিস করবেন না। মাঝে মাঝে কিস করার গতি বাড়িয়ে দিন আবার কমিয়ে নিন। জিহ্বাকে ঘুড়িয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে অনুভূতি নেয়ার চেষ্টা করুন।
  • আপনার সঙ্গীর ঠোঁট জিহ্বা চোষার চেষ্টা করুন। এসব করার সময় অনেক বেশি আগ্রাসী হয়ে উঠবেন না।
  • ফ্রেঞ্চ করার সময় দুজনে আরও কাছাকাছি আসতে ধরে রাখতে পারেন। এসময় স্ত্রীর কানের কাছে, কোমড়ে বা পিছনে শক্ত করে ধরে রাখতে পারেন।
  • কিস করার সময় মুখ দিয়ে শ্বাস নেয়ার চেষ্টা করবেন না। এসময় নাক দিয়ে নিশ্বাস নিন। এতে অনেক সময় ধরে কিস করতে পারবেন।
  • কিস করার সময় সঙ্গীর ব্যথা লাগলে বা হাপিয়ে গেলে একটু সময়ের জন্য ছেড়ে দিন। পুনরায় আবার শুরু করুন।
ফ্রেঞ্চ কিস করার নিয়ম
ফ্রেঞ্চ কিস করার নিয়ম

আরও পড়ুন:- লিপ কিস কিভাবে করতে হয়

কিস করার আগের প্রস্তুতি

  1. ফ্রেঞ্চ কিস করার জন্য সবসময় নিজের মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সময় মতো ব্রাশ করুন এবং প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন। মুখে গন্ধ থাকলে চুমুর অভিজ্ঞতা খারাপ হতে পারে।
  2. কিস করার আগে অবশ্যই সঙ্গীর সম্মতি জেনে নিন। নয়তো সঙ্গী বিরক্ত হতে পারে।
  3. কিস করার জন্য নির্জন জায়গা বেছে নিন। এমন জায়াগা যেখানে মানুষ আসা যাওয়া কম করে।
  4. আরামদায়ক ভাবে চুমু দেওয়ার চেষ্টা করুন। কেনো ভাবেই তাড়াহুড়ো করা যাবে না। আস্তে ধীরে অনেক সময় ধরে চুমু খাওয়া যায়।
  5. কিস করার সময় খেয়াল রাখতে হবে যেনো দাঁতের আঘাত না লাগে।
  6. ফ্রেঞ্চ কিস করার নিয়ম না মেনে অনেকে জোর জবরদস্তি করে ফলে কিসের অভিজ্ঞতা নষ্ট হয় এবং পার্টনার বিরক্ত হয়।

ফ্রেঞ্চ কিস মানে কি

চুমুর মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজনের ভালোবাসা প্রকাশ করে থাকি। ফ্রেঞ্চ কিস সাধারণ চুমুর থেকে সম্পূর্ণ আলাদা। ফ্রেঞ্চ কিস হলো এমন একটি অঙ্গভঙ্গি যা দুজনের মধ্যে আকর্ষণ ও ভালোবাসরা গভীরতা ফুটে উঠে। যখন দুজন মানুষ একজন আরেকজনের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনের সময়, নিজেদের জিভ দিয়ে একে অপরের মুখের ভিতর আলতো করে স্পর্শ করে তখন তাকে ফ্রেঞ্চ কিস বলে। ফ্রেঞ্চ কিস নিজেদের মধ্যে গভীর উত্তেজনা তৈরি করে। এর ফলে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ায় ও পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ায়। এটি এমন একটা অভিজ্ঞতা যা দুজনের মধ্যে ভালোবাসা ভাগ করে নিতে সাহায্য করে। তাই ফ্রেঞ্চ কিস করার নিয়ম জেনেই করা উচিত।

ফ্রেঞ্চ কিস করার নিয়ম
ফ্রেঞ্চ কিস করার নিয়ম

আরও পড়ুন:- কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

আমাদের আজকের আয়োজন ছিলো ফ্রেঞ্চ কিস করার নিয়ম সম্পর্কে। পশ্চিমা দেশে ফ্রেঞ্চ কিস খুবই জনপ্রিয়। দুজনের বোঝ পড়ার উপর ফ্রেঞ্চ কিস নির্ভর করে। একজন আরেকজনকে সাহায্য করলে ফ্রেঞ্চ দিয়ে আরও রোমান্টিক হওয়া যায়। কিস করার পূর্বে নিজের মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। কিস করার সময় অতিরিক্ত চাপ বা জোর প্রয়োগ করবেন না। আরামদায়ক ও স্বাভাবিক থাকার চেষ্টা করুন।ফ্রেঞ্চ কিস একটি পারস্পরিক ব্যাপার। ফ্রেঞ্চ কিস যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আনন্দদায়ক হবে।

ponamas। পোনামাছ। ফ্রেঞ্চ কিস করার নিয়ম। ফ্রেঞ্চ কিস মানে কি।

ছবি সংগ্রহীত।

Leave a Comment