মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় সুখ। শারীরিক ও মানসিক পরিবর্তনের মাধ্যমে একজন মেয়ের গর্ভবতী অবস্থার লক্ষণ প্রকাশ পায়। পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ কি না অনেকে প্রশ্ন করে থাকে। পিরিয়ডের আগে অনেক নারীর সাদা স্রাব হতে দেখা যায়। এটি প্রাকৃতিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। চলুন জেনে নেই পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ কি না :-
পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ
সাদা স্রাব গর্ভধারণের একটি প্রাথমিক লক্ষণ। এ সময়ের সাদা স্রাব পিরিয়ড সংক্রান্ত স্রাবের চেয়ে বেশি হয়ে থাকে। সাদাস্রাব মূলত সার্ভিক্স, জরায়ু এবং যৌনি থেকে নির্গত একটি স্বাভাবিক তরল। গর্ভাবস্থায় সাদা স্রাবের ধরন জেনে নিন :-
- গঠন: লেপ্টে থাকা বা তুলতুলে।
- গন্ধ: হালকা গন্ধ যুক্ত বা গন্ধহীন।
- রঙ: দুধ সাদা এবং ঘন।

পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ তবে শুধুমাত্র সাদাস্রাব এর উপর নির্ভর করে কোনো নারী প্রেগনেন্ট কিনা তা নিশ্চিত হওয়া যাবে না। গর্ভধারণের সময় নারীর শরীরে বেশ কিছু পরিবর্তন ও লক্ষণ দেখা যায়। গর্ভাবস্থার অন্যান্য লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন।

- পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া।
- স্তনের পরিবর্তন ( বড় হওয়া বা নরম হওয়া)।
- বমি বমি ভাব বা মর্নিং সিকনেস।
- মাথা ব্যথা অনুভব।
- ঘন ঘন টয়লেট পাওয়া।
- তলপেটে ব্যথা অনুভব।
- ক্ষুধা মন্দা বা অরুচি ।
- অতিরিক্ত লালা তৈরি হওয়া।
- পেট ফুলে যাওয়া।
- বুক জ্বালাপোড়া করা।
- কোষ্ঠকাঠিন্য ।
- স্তনে ব্যথা অনুভব হওয়া।
আরও পড়ুন:- পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ
আমাদের আজকের আয়োজন ছিলো পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ কিনা।গর্ভধারণের কিছুদিনের মাঝেই মহিলাদের গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাওয়া শুরু হয়। সাদা স্রাব গর্ভধারণের তেমনই একটি লক্ষণ। তবে গর্ভধারণ নিশ্চিত করতে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করুন। লক্ষণগুলোর তীব্রতা বেশি হলে একজন অভিজ্ঞ চিকিৎসার পরামর্শ নিন।
ponamas। পোনামাছ। পিরিয়ডের আগে সাদা স্রাব গর্ভাবস্থার লক্ষণ।
ছবি সংগ্রহীত।