পরকীয়া নারী চেনার উপায়

আমাদের আজকের আয়োজন পরকীয়া নারী চেনার উপায় বা পরকিয়া মহিলাদের চেনার উপায় সম্পর্কে। বিয়ে পবিত্র একটি বন্ধন। বিয়ের পর বিশ্বাস, ভালোবাসা, পারস্পরিক সম্মানের মাধ্যমে সুখী একটি জীবন গড়ে ওঠে। তবে মাঝে মাঝে এই সম্পর্কে ফাটল ধরে পরকীয়ার জন্য। স্বামীর ভালোবাসা পাওয়ার পরেও অনেক নারীর মন ভরে না। তাই তারা পর পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। তবে এখানে সবচেরে দুঃখের বিষয় হলো, কোনো ভুল না করেও স্বামীর জীবন তছনছ হয়ে যায়। তাই সময় থাকতে জেনে নিন, পরকীয়া নারী চেনার উপায়। নয় তো আপনার জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি পাড়া মহল্লায় মানসম্মান হারানোর ভয় তো আছেই। চলুন জেনে নেয়া যাক, পরকীয়া নারী চেনার উপায় :-

পরকীয়া নারী চেনার উপায়

  • পরকীয়ায় জড়ানো নারীরা বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। একদম ফোনের কাছ থেকে সরে না। সারাদিন শুধু ফো নিয়েই পড়ে থাকে। যদি দেখেন হঠাৎ করে আপনার স্ত্রীর ফোন ব্যবহার বেড়ে গেছে, তাহলে বুঝবেন কোনো ঝামেলা আছে। লুকিয়ে লুকিয়ে রাতে কথা বলবে।
  • পরকিয়া মহিলাদের চেনার উপায় তারা যখন নতুন পরকীয়া সম্পর্কে জড়ায় তখন তার স্বামীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি করে। হঠাৎ করেই যে কোনো বিষয়ে কথা শোনায়। কথায় কথায় আপনাকে অপমান করতে চাইবে। এমনটা দেখলে সাবধান হয়ে যান।
  • পরকীয়ায় জড়ালে মেয়েরা স্বামীর সাথে আগের মতো কথা বলে না। সব সময় স্বামীকে এড়িয়ে চলে। আগের মতো গল্প বা আড্ডা আর জমে না। এমটা হলে সচেতন হন।
  • এ সময় মেয়েরা স্বামীকে এড়িয়ে চলে। স্বামীর সঙ্গ এদের ভালো লাগে না। স্বামী তাকে কাছে ডাকলে সাড়া দেয় না। স্বামীর সাথে যৌনকর্মে লিপ্ত হতে চায় না। কারণ তার যৌন চাহিদা পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে।
  • পরকীয়ার কারণে স্ত্রীরা স্বামীদের সব বিষয়ে খোঁজ খবর রাখে। যেমন স্বামী কখন বাইরে যাবে, কখন বাড়ি ফিরবে ইত্যাদি। সবসময় আপনার বাইরে যাওয়ার দিকে তাকিয়ে থাকবে। আপনার স্ত্রী যদি এমন করে থাকে তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান।
  • পরকীয়ায় পড়লে মেয়েরা নিজেদের রুপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করেই নিজেকে গুছিয়ে রাখতে চাইবে। বার বার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে। তবে এই সাজ গোজ হয় আপনাকে দেখাতে তাহলে তো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য না হলে ঘাপলা আছে।
  • এসময় নারীরা বার বার বাহিরে যাওয়ার বাহানা খুঁজে। কোনো কারণ ছাড়াই শুধু বাইরে যেতে চাইবে। এমনটা দেখলে এখন থেকে সাবধান হয়ে যান।
  • পরকীয়ায় জড়ালে স্ত্রীরা স্বামীর সাথে বার বার মিথ্যে কথা বলবে। বিশেষ একটা মানুষের নাম বার বার মুখে নিবে।
  • পরকীয়ায় লিপ্ত নারী সবার থেকে নিজের ফোন লুকিয়ে রাখে। এমন সময় তার ফোনে বার বার কল বা মেসেজ আসবে। সেই মেসেজ বা কল সবার থেকে দূরে গিয়ে দেখবে।

আরও পড়ুন:- চরিত্রহীন নারী চেনার উপায়

আমাদের আজকের আয়োজন ছিলো পরকীয়া নারী চেনার উপায় বা পরকিয়া মহিলাদের চেনার উপায় সম্পর্কে। সময় থাকতে এমন লক্ষণ দেখলে ব্যবস্থা গ্রহণ করুন। নয় তো পরে নিজেকেই পস্তাতে হবে।

ponamas। পোনামাছ। পরকীয়া নারী চেনার উপায়। পরকিয়া মহিলাদের চেনার উপায়।

ছবি- সংগ্রহীত।

Leave a Comment