আমাদের আজকের আয়োজন নিপল গোলাপি করার উপায় সম্পর্কে। মেয়েদের নিপলের রঙ সাধারণত গোলাপি, লাল, বাদামী ও কালো রঙের হয়ে থাকে। সব থেকে সুন্দর নিপল হলো গোলাপি রঙের। তবে সাধারণত মেয়েদের নিপলের রঙ কালোই বেশি হয়ে থাকে। তাই অনেকে প্রশ্ন করে নিপল গোলাপি করার উপায় কি? বেশ কিছু প্রাকৃতিক উপায়ে কালো নিপলকে গোলাপি করা যায়। চলুন জেনে নেয়া যাক, নিপল গোলাপি করার উপায় :-
নিপল গোলাপি করার উপায়
লেবুর রস ও মধু
মধু ও লেবুর রস দিয়ে খুব সহজে কালো নিপল গোলাপি করা যায়। এজন্য মধুর সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার নিপলে এই মিশ্রণটি মাখিয়ে ২০মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ৭ দিন পরিচর্চা করলেই নিপলের রঙ গোলাপি হয়ে যাবে।

গোলাপ জল ও গ্লিসারিন
গোলাপ জল ত্বকের জন্য খুবই উপকারি। এক সাথে গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহারে নিপলের কালো দাগ দূর হয়ে যায়। সমপরিমাণ গোলাপ জল ও গ্লিসারিন মিশিয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি নিপলে ব্যবহার করুন। এতে খুব ভালো ফলাফল পাবেন।
বাদাম তেলের ব্যবহার
বাদাম তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারি। প্রাচীনকাল থেকে ত্বকের জন্য বাদাম তেলের ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিপলে বাদামের তেল দিয়ে ম্যাসাজ করুন। কয়েকদিন ব্যবহারেই ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন:- সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয়
নারিকেল তেল
নারিকেল তেলকে প্রাকৃতিক ময়েশ্চারাইজার বলা হয়। নিপল গোলাপি করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। প্রথমে নিপল নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। এবার পরিষ্কার কাপড় দিয়ে নিপলে ম্যাসাজ করুন। ২-৩ সপ্তাহ ব্যবহারেই ভালো ফলাফল পাবেন।
আরও পড়ুন:- সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার
আমাদের আজকের আয়োজন ছিলো নিপল গোলাপি করার উপায় সম্পর্কে। প্রাকৃতিক ভাবে নিপল গোলাপি করাই সবচেয়ে ভালো। নিপলে কৃত্রিম কিছু ব্যবহার করা উচিত না। এছাড়া নিপলের রঙ প্রাকৃতিক ভাবেই হয়ে থাকে। তাই প্রাকৃতিক ভাবে যতটুকু গোলাপি হয় সেটাই ভালো। নিপলের কালো দাগ দূর হলেই ভালো।
ponamas। পোনামাছ। নিপল গোলাপি করার উপায়।
ছবি সংগ্রহীত।