ত্বকের জন্য একটি বড় সমস্যা হচ্ছে ব্রণ। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ব্রণ হয়ে থাকে। তবে ছেলেদের ব্রণের ধরন মেয়েদের চেয়ে ভিন্ন। টিনেজ বয়সের ছেলেমেয়েদের ব্রণের সমস্যা বেশি দেখা যায়। আজ দেখাতে চলেছি ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়। অনেকেই আলসেমি করে ব্রণের সমস্যাকে অবহেলা করে থাকে। এতে ত্বকের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। মুখে ব্রণ ও ব্রণের দাগ মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। চলুন জেনে নেই ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় সমূহ :-
ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়
- ব্রণযুক্ত ত্বক সেভ করা থেকে বিরত থাকুন। এতে ব্রণের সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। ব্রণ কমাতে মেডিকেটেড ফেসওয়াশ ও ঔষধ ব্যবহার করুন।
- বাইরে থেকে ঘরে ফিরে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। দিনে ৫-৬ বার ঠান্ডা পানির ঝাপটা দিতে পারেন।
- তৈলাক্ত তোকে ব্রণের সংক্রমণ বেশি হয়, তাই সব সময় ত্বক পরিষ্কার রাখুন।
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং সেই সাথে শাকসবজি ও ফলমূল খেতে পারেন।
- কমপক্ষে দিনে দুইবার গোসল করুন। সব সময় মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
- ব্রনের দাগ দূর করতে নিয়মিত মুখে দুধ ও মধুর পেস্ট লাগান।
- মুখ সাবান ব্যবহারের পরিবর্তে ফ্রেসওয়াশ ব্যবহার করুক।
- ব্রণে বারবার হাত লাগাবেন না এতে দাগ স্থায়ী হয়ে যাবে।
৭ দিনে ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়
বরফের ব্যবহার
ব্রণ দূর করতে বরফ ব্যবহার করতে পারেন। বরফের ঠান্ডা ভাব ব্রণ কমাতে সাহায্য করে। এজন্য প্রথমে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার বরফের টুকরা একটি কাপড়ে মুড়িয়ে কয়েক মিনিটের জন্য ব্রণে ধরে রাখুন। বরফ কিন্তু সরাসরি ত্বকে লাগানো যাবে না। এভাবে কয়েক মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন।

পেঁপের ব্যবহার
ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় হিসেবে পেঁপে খুব ভালো কাজ করে। পেঁপে মুখের তৈলাক্ত ভাব দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে। প্রথমে পাকা পেঁপে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার পেঁপের এই পেস্ট মুখে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেস্টটি প্রতিদিন মুখে ব্যবহার করুন।

সিরামের ব্যবহার
আমাদের দেশের অধিকাংশ ছেলেরা নিজেদের ত্বকের যত্নের প্রতি উদাসিন। ফলে সহজেই মুখে ব্রণ ও ব্রণের দাগ দেখা যায়। তাদের ব্রণ নিরাময়ের জন্য অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ সিরাম ব্যবহার করা উচিত। এগুলো ব্রণ নিরাময়ে সহযোগিতা করে।
ডিমের ব্যবহার
ব্রণ দূর করতে অনেকেই ডিমের সাদা অংশ ব্যবহার করে থাকে। ডিমে থাকা ভিটামিন, অ্যামাইনো এসিড, প্রোটিন ব্রণের জন্য কাজ করে। এটি ব্যবহারের আগে মুখ ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন। এবার ডিমের সাধারণ অংশ ব্রনের মধ্যে লাগান। ২০ মিনিট রেখে দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন :- মুখে ব্রণ হলে কি মাখা উচিত ঘরোয়া উপায়
আমাদের আজকের আয়োজনটি ছিল ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায় নিয়ে। ভালো ফলাফল পেতে উপায়গুলো নিয়মিত অবলম্বন করুন। বেশি সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।
ponamas। পোনামাছ। ছেলেদের মুখে ব্রণ দূর করার উপায়।
ছবি সংগ্রহীত।