আমাদের আজকের আয়োজন ছেলেদের দুর্বলতা কোথায় সেই সম্পর্কে। অনেক মেয়েরা ছেলেদের দুর্বলতা কোথায় সেই সম্পর্কে প্রশ্ন করে থাকে। সব মানুষেরই কিছু দুর্বল জায়গা থাকে। মেয়েদের যেমন কিছু দুর্বল জায়গা আছে। তেমনি ছেলেদেরও কিছু দুর্বল জায়গা আছে। তবে অনেক মেয়েরাই ছেলেদের এসব দুর্বল জায়গা সম্পর্কে জানে না। আজ আমরা তেমনি ছেলেদের কিছু সাধারণ দুর্বল জায়গা নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেয়া যাক, ছেলেদের দুর্বলতা কোথায় :-
ছেলেদের দুর্বলতা কোথায়
- মেয়েদের হাসি: মেয়েদের হাসির প্রতি ছেলেরা খুব দুর্বল হয়ে থাকে। কথায় আছে, মেয়েদের হাসি ছেলেদের গলার ফাঁসি। মেয়েদের হাসিতে ছেলেরা নিজেদের হারিয়ে ফেলে। যে মেয়েদের হাসি অনেক সুন্দর, তাদের প্রতি ছেলেরা একটু বেশি দুর্বল হয়ে থাকে।
- মেয়েদের নাভি: মেয়েদের নাভির প্রতি ছেলেদের বিশেষ একধরনের আকর্ষণ রয়েছে। খেয়াল করলে দেখবেন, মেয়েদের নাভি দেখলে ছেলেরা ফেল ফেল করে তাকিয়ে থাকে। তাই অনেক ছেলেরা হিন্দি সিনেমার নায়িকাদের খুব পছন্দ করে।
- মেয়েদের গলা: মেয়েদের গাড় ও গলার দিলে ছেলেরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েদের গলা বা গাড়ের দিকে তাকিয়ে থাকতে খুব মজা পেয়ে থাকে। মেয়েদের গলা বা গাড়ের দিকে তাকিয়ে থাকার সময় ছেলেরা একটুও পলক ফেলে না।
- হাতা কাটা জামা: মেয়েদের হাতা কাটা জামায় দেখলে ছেলেরা অবাক হয়ে যায়। মেয়েদের হাতা কাটা জামার দিকে তাকিয়ে দুর্বল হয়ে যায়। যেসব মেয়েরা ছেলেদের দুর্বল জায়গা সম্পর্কে জানতে চান তারা এই কাজটা ট্রাই করে দেখতে পারেন।
- মেয়েদের ঠোঁট : মেয়েদের ঠোঁটের প্রতি ছেলেদের বিশেষ ধরনের দুর্বলতা রয়েছে। অধিকাংশ ছেলেরাই মেয়েদের এর প্রতি আকর্ষিত হয়। তাই অনেক মেয়েরাও তাদের ঠোঁট কে সুন্দর করে সাজায়। মেয়েরাও এই বিষয়টা বোঝতে পারে। তাই অনেক মেয়েরা ছেলেদের দেখলে ইচ্ছে করেই নিজেদের ঠোঁট কামড়ে ধরে।
- আবেগ প্রকাশ করতে না পারা: ছেলেরা নিজেদের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে বেশ দুর্বল। ছোটবেলা থেকেই ছেলেরা শেখায় ছেলেদের কাঁদতে নেই, আবেগ প্রকাশ করতে নেই। তাই ছেলেরা রাগ, হতাশা, দুঃখ এগুলো প্রকাশ করতে না পারায় একাকীত্ব ভোগে ।
- সফলতার চাপ: ছেলেরা কিভাবে সফল হবে, কিবাবে চাকরি করবে, কিভাবে পরিবারের দায়িত্ব নেবে এই ভেবে সবসময় চাপে থাকে। অতিরিক্ত চাপের কারণে ছেলেরা সবসময় দুশ্চিন্তায় ভোগে।ছেলেরা সফল হতে না পারলে নিজেদের ব্যর্থ মনে করে। যারা প্রশ্ন করেন ছেলেদের দুর্বলতা কোথায়? তাদের জেনে নেয়া ভালো, জীবনে সফলতা ছেলেদের অন্যতম দুর্বল জায়গা।
- সাহায্য চাইতে সংকোচণ: অধিকাংশ ছেলেরাই মনে করে, কারো কাছে সাহায্য চাওয়া মানেই দুর্বলতা। ছেলেরা কোন বিপদে পড়লে পরিবার বন্ধু কিংবা আত্মীয়ের কাছে সাহায্য চাইতে লজ্জা বোধ করে।
- সম্পর্ক জনিত দুর্বলতা: অনেক ছেলেরা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে পারেনা। যে কোনো সম্পর্কের প্রতি এরা খুব দুর্বল হয়ে থাকে। বাবা-মা কিংবা স্ত্রী পুত্র সবার প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করে। মেয়েদের প্রতি ছেলেরা অনেক দুর্বল হয়ে থাকে।

আরও পড়ুন:- মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা কোনটি
ছেলেদের পাগল করার উপায়
প্রথমে আমরা জেনেছি ছেলেদের দুর্বলতা কোথায়, এবার আমরা জানবো ছেলেদের পাগল করার উপায় সম্পর্কে। প্রত্যেক নারীই চায় তার প্রিয় পুরুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে শুধু সেই থাকুক। এই আশা অনেকেই নিরাশাহী থেকে যায়। কারণ অধিকাংশ মেয়েরাই ছেলেদের পাগল করার উপায় সম্পর্কে জানে না। তাই আপনি যদি চান ছেলেদের পাগল করতে তাহলে নিচের কাজ গুলে করতে পারেন। চলুন জেনে নেয়া যাক, ছেলেদের পাগল করার উপায় :
রোমান্টিকতা: ছেলেদের পাগল করতে তার সাথে রোমান্স করতে হবে। ছেলেরা রোমান্স খুব পছন্দ করে। মাঝে মাঝে আপনার সঙ্গীকে রোমান্টিকতার সাগরে ভাসিয়ে দিন। রোমান্স করলে ছেলেরা ধীরে ধীরে আপনার প্রতি পাগল হয়ে যায়। সব সময় তাকে আদরে সোহাগে রাখুন।
আরও পড়ুন:- মেয়েদের কোন জিনিস সুন্দর
একাকিত্ব সময় কাটান: প্রতিদিন কিছু সময় আপনার সঙ্গীর সাথে কাটান। এতে আপনাদের প্রতি ঘনিষ্ঠতা বাড়বে। ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটিতে নতুন কোনো জায়গায় ঘুরতে যান। এভাবে সময় কাটালে আপনার সঙ্গী আপনার প্রতি বিশেষ টান অনুভব করবে।

ঘনিষ্ঠতা বাড়ান: ছেলেদের পাগল করার আর একটি উপায় হলো ঘনিষ্ঠতা বাড়ানো। যে কোনো আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে। আপনার সঙ্গীকে বোঝান আপনি তার প্রতি কতটা আপন। তার ডাকে যে কোনো সময় সাড়া দেয়ার চেষ্টা করুন।
বোঝাপড়া: ছেলে মেয়ের মাঝে বোঝাপড়া থাকাটা অত্যন্ত জরুরী। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে সংসার এমনি সুখের হয়। নিজেদের চাওয়া পাওয়া গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ছেলেরা কখনো আপনার সঙ্গ চাইলে জলদি তার ডাকে সাড়া দিন। ছেলেদের দুর্বলতা কোথায়? এ কথা জানার পাশাপাশি ছেলেদের প্রচুর ভালোবাসতে হবে। তাদের প্রতি সিরিয়াস থাকতে হবে।
আমাদের আজকের আয়োজন ছিলো ছেলেদের দুর্বলতা কোথায় এবং ছেলেদের পাগল করার উপায় সম্পর্কে। সম্পর্ক তৈরি হয় পরস্পরের সম্মান, বিশ্বাস ও ভালোবাসার উপর ভিত্তি করে। কোন কৌশল বা নির্দিষ্ট উপায় দিয়ে ছেলেদের পাগল করা যায় না। ছেলেরা আসল আকর্ষণ অনুভব করে তখনই যখন আপনি তাকে সত্যিকারে ভালোবাসা দিবেন। তাই ছেলেদের প্রতি ভালোবাসা প্রকাশ করুন। তাদের মন থেকে খেয়াল রাখুন। মনে রাখবেন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই নিজের ব্যক্তিত্য দিয়ে ছেলেদের কাছে পাওয়ার চেষ্টা করুন।

ponamas। পোনামাছ। ছেলেদের দুর্বলতা কোথায়।ছেলেদের পাগল করার উপায়।
ছবি সংগ্রহীত।