কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা

আমাদের আজকের আয়োজন কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। কনডম হলো একধরনের জন্মনিরোধক পদ্ধতি। কনডম আমাদের যৌনরোগ ও অপ্রত্যাশিত গর্ভধারণ থেকে সুরক্ষা দেয়। কনডম সাধারণ দুরকমের হয়৷ মেয়েদের কনডম ও ছেলেদের কনডম। কনডম ব্যবহারের যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু অপকারিতাও রয়েছে। চলুন জেনে নেয়া যাক, কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা :-

কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা

কনডম ব্যবহারের উপকারিতা

  • কনডম ব্যবহারের প্রধান উপকারিতা হলো অপ্রত্যাশিত জন্ম নিয়ন্ত্রণ। কনডম ব্যবহারের মাধ্যমে ৯৮% জন্মনিয়ন্ত্রণ করা সম্ভব। তবে অবশ্যই সঠিক ভাবে কনডম ব্যবহার করতে হবে।
  • কনডম ব্যবহারের দ্বিতীয় উপকারিতা হলো যৌনরোগ থেকে সুরক্ষা পাওয়া। ঝুকিপূর্ণ শারীরিক সম্পর্কের নিরাপত্তার জন্য কনডম ব্যবহার করা হয়। HIV, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি যৌনরোগ থেকে আমাদের সুরক্ষা দেয়।
  • জন্মনিয়ন্ত্রণের জন্য জন্মনিরোধক ঔষধ সেবনে অনেক ধরনের পার্শপ্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া মেয়েদের অনেক হরমোনাল পরিবর্তনও দেখা যায়। কিন্তু কনডম ব্যবহারে এ ধরনের ঝুঁকি থাকে না।
  • কনডম ব্যবহার করা একদম সহজ। কনডম ব্যবহারে সহবাসের সময় কোনো সমস্যা দেখা যায় না। বাজারে থাকা যেকোনো ফার্মেসী থেকে অল্প মূল্যেই সংগ্রহ করা যায়।
কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা
কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা

কনডম ব্যবহারের অপকারিতা

  • কনডম ব্যবহারের অন্যতম সমস্যা হলো, কনডম ফেটে যাওয়া বা ছিড়ে যাওয়া। অতিরিক্ত চাপে প্রায়ই কনডম ছিড়ে যায়। এছাড়া নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহারেও কনডম ফেটে যায়।
  • কনডম ব্যবহারে মেয়েদের অ্যালার্জি সমস্যা দেখা যেতে পারে। যা সহবাসের আনন্দকে মাটি করে দিতে পারে। অ্যালার্জি সমস্যা সমাধানে ল্যাটেক্স মুক্ত কনডম ব্যবহার করুন।
  • কনডম দিয়ে সহবাসের সময় অনেকে বিরক্তবোধ করে। অনেকে কনডম দিয়ে সহবাসের চরম সুখ পায় না। সহবাসের অনুভুতিকে কমিয়ে দেয়।
  • যৌনবাহিত রোগ কনডম আটকাতে পারলেও এমন অনেক রোগ আছে যা কনডম আটকাতে পারে না। যেমন হারপিস জাতীয় রোগ।

আরও পড়ুন:- প্যানথার কনডম ব্যবহারের নিয়ম

আমাদের আজকের আয়োজন ছিলো কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। জন্মনিয়ন্ত্রণ হিসেবে কনডম সবচেয়ে বেশি জনপ্রিয়। কনডমের বেশ কিছু অপকারিতা থাকলেও এর উপকারিতাই বেশি। তবে কনডম ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

ponamas। পোনামাছ। কনডম ব্যবহারের উপকারিতা ও অপকারিতা।

ছবি সংগ্রহীত।

Leave a Comment